roniest / google-apis-explorer

Automatically exported from code.google.com/p/google-apis-explorer
Apache License 2.0
0 stars 0 forks source link

Patch for /trunk/LICENSE #257

Open GoogleCodeExporter opened 9 years ago

GoogleCodeExporter commented 9 years ago
আমার এমন একটা সময় ছিলো, যখন 
তোমাকে ছাড়া অন্য কিছু চিন্তা 
করা আমার কাছে ভীষণ রকমের 
দুঃসাধ্য মনে হতো ল। আমার কাছে 
তুমি ছিলে নীল আকাশ জুড়ে উড়ে 
বেড়ানো গাঙচিল, ছিলে তুমি 
কখনওবা কল্পনার জলপরী। সারাটি 
ক্ষণ আমার হৃদয়ে অনুভব করতাম 
আরো একটি হৃদয়ের অবস্থান। আর 
আমার হৃদয়কে মনে হতো একটি আয়না, 
যে আয়নায় তোমার শুধু তোমার 
মুখটি ছাড়া অন্যকারো ছবি দেখা 
যেতো না । আমার সর্বাঙ্গে মিশে 
ছিলো তোমার স্পর্শের নরম 
অনুভূতিগুলো । যখন যে 
মুহূর্তগুলো তোমাকে দেখা থেকে 
বঞ্চিত থাকতো আমার চোখ, তোমার 
স্পর্শ করা থেকে বঞ্চিত হতো 
আমার দেহের অঙ্গগুলো , ঠিক সেই 
সব মুহূর্তে আমার চোখ, আমার 
দেহকে নিয়ে যেতাম আমার মনের 
আয়নায়। সে আয়না থেকে আমার চোখ 
তোমাকে খুজে পেতো, আমার দেহও  
সেখানে তোমাকে জড়িয়ে ধরে সুখ 
খুজে পেত। এভাবেই তুমি আমার 
প্রতি রাতের ঘুমের সঙ্গী হতে। 
আসলে তোমাকে আমি বসিয়েছিলাম 
আমার হৃদয়ে রানীর আসনে । অথচ 
ভাগ্যের কি নির্মম পরিহাস , আজ 
সে সব কিছুই অতীত হয়ে যাচ্ছে । 
শুধু তোমারই কারনে তুমি আমার 
হৃদয়ে রানীর আসন থেকে খসে পড়ে 
গেছ । আর আমিও পেছন ফিরে তাকাতে 
চাই না । সব ভুলে যেতে চাই এবং 
গিয়েছিলাম ও বটে কিন্তু কেন 
জানিনা আবার সেসব পুরানো 
স্মৃতিগুলো বিভীষিক মরীচিকার 
মতো ক্ষনে ক্ষণে মানসপটে উঠতে 
শুরু করেছে । জানি না এটাকে কি 
বলে । কিন্তু এমন হচ্ছে কেন ? 
কেন ? কেন ? এমনটা তো হওয়ার কথা 
ছিলো না ।   

Original issue reported on code.google.com by armukul.rahman@gmail.com on 10 Jan 2015 at 4:14

Attachments: